ড্রাইভার আশরাফকে সাময়িক বরখাস্ত

ডাক বিভাগের গাড়িতে বালু পরিবহন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

ডাক বিভাগের গাড়িতে করে বালু পরিবহনের মতো গুরুতর অভিযোগে চালক আশরাফুল ইসলামের বদলি আদেশ বাতিল করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডাক বিভাগের চালক মোহাম্মদ আশরাফুল ইসলাম ডাকের গাড়িতে বালু পরিবহন করার ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে কুমিল্লায় বদলি করা হয়েছিল। গত সোমবার পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চলের নির্দেশে সহকারী পোস্ট মাস্টার জেনারেল তাপস চাকমা ওই বদলি আদেশে স্বাক্ষর করেছিলেন। কিন্তু ডাকের গাড়িতে বালু পরিবহনের মতো একটি ঘটনায় শুধুমাত্র বদলি করার আদেশ নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নানা নেতিবাচক মন্তব্য করেন।

অবশেষে ওই বদলি আদেশ বাতিল করে মোহাম্মদ আশরাফুল ইসলামকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ () মোতাবেক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তাকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সদর দপ্তর ত্যাগ না করতে বলা হয়েছে। সহকারী পোস্টমাস্টার জেনারেল (কর্ম) তাপস চাকমা উপরোক্ত আদেশে স্বাক্ষর করেছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি মাইজভাণ্ডারে ফাতেহায়ে ইয়াজদাহুম কাল
পরবর্তী নিবন্ধ৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন