ড্রয়ে শেষ কোয়ালিটি মুক্তিযোদ্ধার প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ফুটবল লিগের এবারের মৌসুম ড্র দিয়ে শেষ করেছে দুই দল কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ খেলায় কোয়ালিটি এবং মুক্তিযোদ্ধা ১১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। খেলার প্রথমার্ধে কোয়ালিটি এক গোলে এগিয়ে ছিল। তবে এ অর্ধে দু’দলের কাউকেই খুব একটা জোরালো আক্রমণ করে খেলতে দেখা যায়নি। খেলার শেষ দিকে ৪১ মিনিটের সময় গোল পায় কোয়ালিটি। একটি আক্রমণ থেকে বল যায় আরিফের কাছে। গোলমুখে ক্রস করেন তিনি। মুক্তিযোদ্ধার রক্ষণভাগের নিস্ক্রিয়তায় ওখানে অনেকটা ফাঁকায় থাকা হাফেজউদ্দিন হাসান মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন। কোয়ালিটি এগিয়ে যায় ১০ গোলে। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসতে অনেকগুলো আক্রমণ রচনা করে মুক্তিযোদ্ধা। এ অর্ধের ৫ মিনিটে বল কোয়ালিটির গোলমুখে যায়। কয়েক দফায় বল দু’তিনজনের পায়ে ঘুরলেও মুক্তিযোদ্ধার গোল পাওয়া হয়নি। ১৫ মিনিটে মুক্তিযোদ্ধার আরো একটি আক্রমণ কোয়ালিটি রক্ষণভাগ ক্লিয়ার করে দেয়। খেলার শেষ দিকে ৪৩ মিনিটের সময় মুক্তিযোদ্ধা দারুণ একটা সুযোগ পায়। কিন্তু বদলি আসিফ আকবরের ভলি শট বারের উপর দিয়ে চলে যায়। খেলায় যখন নিশ্চিত পরাজয়ের মুখে মুক্তিযোদ্ধা তখন ইনজুরি টাইমে আচমকা গোল পেয়ে যায় তারা। এ গোল তাদের সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে তোলে। এ সময় দলের আজিজুলের লম্বা থ্রো গোল মুখে যায়। সেখানে জটলার সৃষ্টি হয়। জটলার ভেতর থাকা বদলি খেলোয়াড় জিহান ব্যাক হেড করে বল জালে প্রবেশ করিয়ে দেন। খেলায় আসে সমতা ()। শেষ পর্যন্ত এ স্কোর লাইনেই খেলা শেষ হয়ে যায় কোয়ালিটিমুক্তিযোদ্ধার। ৯ খেলা শেষে দুই দলই ১৩ পয়েন্ট করে পেয়েছে। তারা ৩টি করে খেলায় জিতেছে,৪টি করে খেলায় ড্র করেছে আর দুটি করে খেলায় পরাস্ত হয়েছে। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের হাফেজ উদ্দিন হাসান। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা আবুল হাসেম। আজ ১ নভেম্বর বিকাল ৩ টায় চ..ক ক্রীড়া সমিতি এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল ২ নভেম্বর সিজেকেএসসিডিএফএ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ফুটবল লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এদিন মাদারবাড়ী উদয়ন সংঘ এবং ব্রাদার্স ইউনিয়নের শিরোপা নির্ধারনী খেলাটি শুরু হবে বেলা ২.৪৫টায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচোখের ছানি অপারেশন কার্যক্রম পরিদর্শনে ফজলে করিম
পরবর্তী নিবন্ধবর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস