জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির গৃহীত মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে নসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে ড্যাবের উদ্যোগে এ কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সভাপতিত্ব করেন ড্যাব চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. জসীম উদ্দিন। সঞ্চালনা করেন ড্যাব সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এরশাদ উল্লাহ বলেন, ২০২৪ সালের জুলাই মাসে এই দেশের মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল–ভয়, হুমকি আর দমন–পীড়ন দিয়ে আর জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল সাধারণ মানুষের আবেগ, ক্ষোভ, আশা আর ন্যায়ের পক্ষে জেগে ওঠা এক বিশাল প্রতিরোধ। কিন্তু সেই আন্দোলনের জবাবে রাষ্ট্র যা করেছে, তা ছিল এক নির্মম ও পরিকল্পিত গণহত্যা। নিরস্ত্র ছাত্র–জনতার ওপর গুলি চালানো হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা তরুণ–তরুণী, শিক্ষক, শ্রমিক্তকাউকে রেহাই দেওয়া হয়নি। শহর থেকে গ্রাম পর্যন্ত গ্রেপ্তার, নির্যাতন আর নিপীড়নের ভয়াল ছায়া নেমে এসেছিল। এই দেশের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়, যা কখনো মুছে যাবে না।
নাজিমুর রহমান বলেন, আজকের এই রক্তদান কর্মসূচি কোনো সামান্য কর্মসূচি নয়–এটি একটি প্রতীক, একটি শক্তিশালী সংকেত যে, আমরা রক্ত দিতেও প্রস্তুত, কিন্তু স্বৈরাচারী শাসনের কাছে মাথা নত করব না। ড্যাব যে এই সাহসী উদ্যোগ নিয়েছে, তা আমাদের চলমান গণতান্ত্রিক সংগ্রামকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এড. আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু। ড্যাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব জেলা সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহাম্মেদ, ড্যাব মহানগর সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখায়রুল ইসলাম, সহ সভাপতি নুরুল করিম চৌধুরী, সহ–সভাপতি ডা. মেজবাহ উদ্দিন, ডা. হোসনেয়ারা বেগম।