ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাবে ছাদ ধসে অন্তত ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আছে কিনা, সেই আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে। খবর বিডিনিউজের। রয়টার্স লিখেছে, মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনার পর দু’দিন ধরে জেট সেট নামের ওই ক্লাবটির সামনে ভিড় করছেন স্বজনহারা মানুষ। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে ছবি নিয়ে পুলিশের সাহায্য চাচ্ছেন তারা।
এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরী উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী সংস্থা প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেন, আমরা কাউকে ফেলে যাব না। তিনি জানান, শেষ দেহটি উদ্ধার না হওয়া পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে যাবে।