ডোবায় মাছ ধরতে গিয়ে মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

দুই থানার সমন্বয়হীনতায় লাশ দাফনে বিলম্ব

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শাহ নেওয়াজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে। শাহ নেওয়াজ লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হাকিমের পুত্র। স্থানীয়রা জানান, সকালে দুই উপজেলার সীমান্তবর্তী হাতিয়ারপুল এলাকায় একটি ডোবায় মাছ ধরতে যান শাহ নেওয়াজ। এ সময় তিনি পানি নিষ্কাশনের জন্য বসানো মোটর থেকে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনার পর দুই থানার সমন্বয়হীনতার কারণে লাশ দাফনে বিলম্ব হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানান, খবর পেয়ে উভয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শাহ নেওয়াজের মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তারপরও উভয় থানার সমন্বয়হীতার কারণে মৃত্যুর ১২ ঘণ্টা পরও লাশ দাফন করা সম্ভব হয়নি। পরে এলাকাবাসীর সিদ্ধান্তক্রমে এশার নামাজের পর লাশ দাফনের প্রন্তুতি নেয়া হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থল সাতকানিয়া ও নিহতের বাড়ি লোহাগাড়া হওয়ায় একটু বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তবে মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে ছেড়ে দেয়ার অভিযোগ তদন্তের নির্দেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে বিএনপির লাখো নেতাকর্মী ঢাকায়