নিজেদের ডেস্কটপ অ্যাপ এবং ওয়েব প্লেয়ারকে ঢেলে সাজিয়েছে মিউজিক স্ট্রিমিং সেবাদাতা স্পটিফাই। শুধু তাই নয়, প্রিমিয়াম ব্যবহারকারীর জন্য ডাউনলোড করার সুযোগও বাড়িয়েছে সেবাটি। এখন থেকে ডেস্কটপ অ্যাপ বাদে ওয়েব থেকেও গান অফলাইনে শোনার জন্য ডাউনলোড করে রাখতে পারবেন প্রিমিয়াম ব্যবহারকারীরা। ওয়েব প্লেয়ার এবং ডেস্কটপ অ্যাপের চেহারাও নিজেদের মোবাইল অ্যাপের সঙ্গে মিল রেখে সাজিয়েছে সেবাটি। এতে করে ব্যবহারকারীরা আরও সাচ্ছন্দ্য পাবেন বলে এক ব্লগপোস্টে উল্লেখ করেছে স্পটিফাই। এ ছাড়াও প্লেলিস্ট তৈরি আরও সহজ করেছে এবং ওয়েব বা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য আরও নিয়ন্ত্রণ যোগ করেছে সেবাটি। এখন সহজেই বর্ণনা লেখা যাবে, ছবি আপলোড করা যাবে এবং বিদ্যমান প্লেলিস্টে ট্র্যাক এনে যোগ করা যাবে। খবর বিডিনিউজের।
স্পটিফাই বলেছে, ‘আমরা ক্রমাগত নতুন ফিচার পরীক্ষা করি, তৈরি করি এবং নিয়ে আসি। তারপরও চলার পথে, আমাদের মনে হয়েছে আমাদের ডেস্কটপ অ্যাপ অভিজ্ঞতা তাল মেলাতে পারেনি, আর তাই এটি পরিবর্তনের সময় চলে এসেছিল।’
নতুন কিবোর্ড শর্টকাটও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ডেস্কটপ অ্যাপে পিসি ব্যবহারকারীরা ‘কণ্ট্রোল + ?’ চেপে কিবোর্ড কমান্ডগুলো দেখতে পারবেন। আর ম্যাক ব্যবহারকারীদের এটি দেখতে চাপতে হবে ‘কমান্ড + ?’। প্রসঙ্গত, শ্রোতা এবং সাবস্ক্রাইবার সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে বড় স্ট্রিমিং মিউজিক সেবা স্পটিফাই।












