ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কারাবন্দি অবস্থাতেই জুম অ্যাপে মিটিং করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রফিকুল আমীনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে বলে বিভিন্ন অনলাইন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।
রফিকুল আমিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বসেই জুমে ব্যবসায়িক বৈঠক করছেন -এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নতুন এমএলএম ব্যবসার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা গেছে।
গণমাধ্যমেও এ খবর বের হয়। প্রায় দুই মাস আগে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা বলে রফিকুল আমিনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনিরি এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের অক্টোবরে তাদের গ্রেপ্তার করা হয়। ।