ডেরিক রেন্ডলফ

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

সাবেক ফুটবলার, অ্যাথলেট ও বাস্কেটবল খেলোয়াড় ডেরিক রেন্ডলফ গতকাল বুধবার সকালে স্থানীয় একটি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠানিকতা শেষে পাথরঘাটাস্থ গীর্জা প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থা এবং ওপিএর কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, কাউন্সিলর, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, মর্নিং ফিটজোন, কল্লোল সংঘের পক্ষে সিনিয়র সহসভাপতি নাসির মিয়া গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধআবুল কাশেম