ডেমোক্র্যাটদের বাড়িতে হামলা, পরাজিত রিপাবলিকান প্রার্থীর ৮০ বছর কারাদণ্ড

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

নির্বাচনে হেরে যাওয়ার পর ভাড়াটে বন্দুকধারীদের দিয়ে ডেমোক্র্যাট নেতাদের বাড়িতে হামলা চালানোর দায়ে যুক্তরাষ্ট্রের এক রিপাবলিকান প্রার্থীকে ৮০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বৃহত্তম শহর আলবুকার্কে ঘটা ওই হামলাগুলোর জন্য রিপাবলিকান সলোমন পেনাকে বুধবার এই দণ্ড দেওয়া হয়। রয়টার্সের খবর অনুযায়ী, ২০২২ সালে অঙ্গরাজ্যের আইন পরিষদের একটি আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পেনা। কিন্তু প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

এর কয়েক সপ্তাহ পর তিনি বন্দুকধারীদের ভাড়া করে আলবুকার্কে ওই হামলার ঘটনাগুলো ঘটান। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনী জালিয়াতির শিকার হয়েছেন এই ষড়যন্ত্র তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে পেনা ওই কাণ্ড ঘটিয়েছিলেন। তার ভাড়াটে বন্দুকধারীরা আলবুকার্কে ডেমোক্র্যাট নেতাদের বাড়ি লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণ করেছিল। চার ডেমোক্র্যাট নেতার ওপর হামলার ঘটনায় ১৩টি গুরুতর অপরাধের অভিযোগে চলতি বছর দোষী সাব্যস্ত হন পেনা। ২০২২ এর ডিসেম্বর থেকে ২০২৩ এর জানুয়ারির মধ্যে এসব হামলার ঘটনা ঘটেছিল।

পেনার ভাড়াটে বন্দুকধারীরা যে ডেমোক্র্যাট নেতাদের ওপর হামলা চালিয়েছিলেন তাদের মধ্যে নিউ মেঙিকো অঙ্গরাজ্য আইনপরিষদের বর্তমান স্পিকারও আছেন। তবে ওইসব গুলিবর্ষণের ঘটনায় কেউ জখম হননি। কিন্তু এরপর যুক্তরাষ্ট্রে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হওয়া হাতুরি হামলা।

আদালতের রায়ের পর নিউ মেঙিকোর অ্যাটর্নি জেনারেল রায়ান এলিসন এক বিবৃতিতে বলেছেন, আমাদের নির্বাচনে সহিংসতা ও হুমকির কোনো স্থান নেই। পেনার আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০২৪ সালে আদালতে দোষ স্বীকার করে দেওয়া স্বীকারোক্তিতে দুই ব্যক্তি জানিয়েছিলেন, হামলা চালানো জন্য পেনা তাদের ভাড়া করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনে হারার পর পেনা ফলাফল প্রত্যায়িত না করার জন্য সংশ্লিষ্ট কাউন্টি বোর্ডের কমিশনার্স সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান!
পরবর্তী নিবন্ধমেঘভাঙা বৃষ্টিতে হড়কা বান, জম্মু-কাশ্মীরে নিহত অন্তত ৩২