বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিসিবিতে সব সময় স্বাগত জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফিও তাতে সাড়া দিতে চান। কাজ করতে চান জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রস্তুত করে তোলায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর মাশরাফি ও তামিম ইকবালকে বাসায় ডেকে কথা বলেন বিসিবি সভাপতি। তবে দলে তার ভূমিকা কি হতে পারে, তা নিয়ে আলোচনা হয়নি। মাশরাফি বলেন আমি এমন একটা প্লাটফর্মে আছি আমি তো বলতে পারব না কিছু। ক্রিকেট বোর্ড চিন্তা করবে যে তারা আমাকে কোন জায়গায় কাজে লাগাতে চায়। মশরাফি বলেণ জাতীয় দল নিয়েই কাজ করার জায়গা নেই। আমরা ভুল ধারণা নিয়ে দৌড়াচ্ছি। জাতীয় দল হলো সবশেষ পর্যায়। প্রস্তুত হয়ে সেখানে খেলবে ক্রিকেটাররা। তবে এর আগের স্টেজে কাজ করার সুযোগ আছে অনেক।
মাশরাফি বলেন আমি নিজে তবু পাপন ভাইকে বলেছি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগবে। তবে বোর্ড সভাপতির সঙ্গে আলাপচারিতার আগের অভিজ্ঞতায় কোনো দায়িত্ব পাওয়া নিয়ে আশার কোনো ছবি ফুটে উঠল না মাশরাফির কথায়। মশরাফি বলেণ আমি ব্যক্তিগতভাবে ইতিবাচকভাবেই নিয়েছি যে আমাকে ডেকেছেন এবং আমি স্বতস্ফূর্তভাবে আলোচনা করতে চেয়েছি। কিন্তু প্রতিটি আলোচনার পর আমার মনে হয়েছে, কেন গিয়েছিলাম বা কি অর্জন হলো। আসলে কিছুই পেলাম না। আমার কাছে মনে হয়েছে আমি ওখানকার মানুষ নই। ওই সম্পর্কিত বা বোর্ডের কেউ নই। আমাকে ডেকেছেন, সে জন্য সম্মানিত বোধ করেছি। কিন্তু আমার কোনো ভূমিকা নেই সেটা সত্যি। আমি একটা কথা বলব, কিন্তু আমাকে যদি ওই দায়িত্ব না দেওয়া হয়, তাহলে তো কাজ করা যায় না।












