ডেভিস কাপ জুনিয়র টেনিসে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

ডেভিস কাপ জুনিয়র টেনিসে বাংলাদেশ বালিকা দল ১৪ দেশের মধ্যে দশম হয়ে দেশে ফিরেছে রোববার। ছেলেদের বিভাগের খেলা শুরু হয়েছে সোমবার। প্রথম দিনেই বাংলাদেশ জিতেছে। প্রথম দিনের খেলায় বাংলাদেশ দল ২১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে জিতেছে। প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬, ৩ গেমে প্যাসিফিক ওশানিয়ার সেকাল্ট মাতাইহুকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬, , ৬ গেমে প্যাসিফিক ওশানিয়র অস্টিন কেনির নিকট পরাজিত হলে ১১ ম্যাচে সমতা ফিরে আসে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো. রাজিব জুটি ৬, ২ গেমে প্যাসিফিক ওশানিয়র সেকাল্ট মাতাইহু ও লি থাম তানুইকে পরাজিত করে। যার ফলে বাংলাদেশ দল ২১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে জয়ী হয়।

পূর্ববর্তী নিবন্ধআরও অন্তত আট বছর বিশ্ব ক্রিকেটে ভারতের রাজত্ব দেখছেন কোহলি
পরবর্তী নিবন্ধঅবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত