ডেভিল হান্টে আরও ৩৪৩ জন গ্রেপ্তার

রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

চলমান অপারেশন ডেভিল হান্টে দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৭৮ জন। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় গ্রেপ্তারের এ তথ্য দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর বলেন, ডেভিল হান্ট শুরুর পর এ অভিযানে সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানকালে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা জব্দ করার তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। খবর বিডিনিউজের। অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য রোববার দিলেও ডেভিল হান্টে পৃথক গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ। পরের ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী পরিচালিত এ বিশেষ অভিযানে ৩৪৩ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো।

রাঘববোয়ালচুনোপুঁটি কেউ ছাড় পাবে না : ডেভিল হান্টে রাঘববোয়াল কিংবা চুনোপুঁটি কাউকে ছাড় না দেওয়া কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যতদিন দেশ শয়তানমুক্ত না হবে ততদিন এই অপারেশন চলবে।

গতকাল দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা নিয়ে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিলমুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছাত্র আন্দোলনের ঘটনা নিয়ে যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায় তার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে; যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ডাল, ছোলা, খেজুর ও তেলের সরবরাহ ভালো। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। তাদের ধরতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে সারের সংকট নেই দাবি করে তিনি বলেন, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প্রচুর সার মজুদ রয়েছে, কোনো সংকট হবে না।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন ঘিরে বিজিবির সঙ্গে উত্তেজনার সময় এলাকাবাসীর ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার পর থেকে দেশ অস্থিতিশীলকারীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট নামের এ অভিযানে নামে যৌথ বাহিনী। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আ. লীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরসহ পাঁচ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস