ডেভিল হান্টের তৃতীয় দিনে গ্রেপ্তার ৬০৭

কোনো অপরাধীকে বাইরে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

আজাদী ডেস্ক | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক, ৬০৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগের দিন এই বিশেষ অভিযানে সারা দেশে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৬৮ জন। এ নিয়ে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫। খবর বিডিনিউজের।

বার্তায় বলা হয়, অভিযানকালে গত ২৪ ঘণ্টায় দুটি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শ্যুটারগান, একটি পাইপগান, দুটি গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লায়ার্স, দুটি বাটাল ও দুটি লাঠি জব্দ করা হয়েছে।

কোনো অপরাধীকে বাইরে’ দেখতে চাই না : অপরাধীকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলব।

গতকাল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছিলেন জাহাঙ্গীর আলম।

নোয়াখালীতে অভিযানে গোলাগুলি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও হাতবোমাসহ দুজনকে আটক করা হয়েছে। অপর এক ঘটনায় আটক করা হয়েছে আরেক জনকে। সোমবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আটকরা হলেন চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেন (৫০) ও একই ওয়ার্ডের প্রয়াত নুরুল হকের ছেলে নবীর উদ্দিন (৫০)। তাদের কাছ থেকে ম্যাগজিন ও একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, তিনটি একনলা দেশীয় বন্দুক, আটটি কার্তুজ, ২০টি হাতবোমা, দুটি ডেগার, তিনটি কিরিচ ও একটি তলোয়ার জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪তম
পরবর্তী নিবন্ধনগরে আ. লীগ নেতাসহ বিভিন্ন মামলার ৩০ আসামি গ্রেপ্তার