ডেপুটি গভর্নর কবিরসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৯০৩ কোটি টাকা আত্মসাৎ

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে ‘ঋণ জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে’ মামলা করেছে দুর্নীতি দমন কমিশনদুদক। কবির আহাম্মদের পাশাপাশি মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার, পারভীন হক সিকদার ও মনোয়ারা সিকদারকেও আসামি করা হয়েছে। গতকাল

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা১ এ মামলাটি দায়ের করার তথ্য দিয়েছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলায় ঘটনার সময়কাল বলা হয়েছে, ২০১৯ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর।

অভিযোগে বলা হয়েছে, ‘ভুয়া ও জালিয়াতির’ মাধ্যমে তৈরি করা ‘সাবকন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট’ দেখিয়ে সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করা হয়েছিল, যা সুদেআসলে বেড়ে ৯০৩ কোটি টাকা হয়েছে। এই মামলার এজাহারে বলা হয়েছে, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জন্য ন্যাশনাল ব্যাংক থেকে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। পরে নগদ উত্তোলন, পেঅর্ডার ও ছাড়ের মাধ্যমে অর্থ ‘স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর’ করে ঋণের অর্থ ‘আত্মসাৎ’ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবৈধ প্রার্থী ১০২, বাতিল ৪১ জনের
পরবর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার