একাডেমি অব ক্রিয়েটিভ ডেন্টিস্ট্রি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গত ১১ মার্চ রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হয়। একাডেমি অব ক্রিয়েটিভ ডেন্টিস্ট্রি চট্টগ্রামের ডেন্টাল সার্জনদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ডেন্টাল সার্জন বৃন্দের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় আয়োজিত সম্মেলনে দেশ বিদেশের ৬ শতাধিক ডেন্টাল সার্জন অংশগ্রহণ করেন। এতে ১৫ জন ডেন্টাল সার্জন তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. মো. আবুল কাশেম, অধ্যাপক ডা. মো. হুমায়ূন কবির বুলবুল, অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদার, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রব, সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডেন্টাল সোসাইটির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল করিম এবং চমেক ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মো. আজম খান। বক্তারা যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক ও উন্নততর দন্ত চিকিৎসা সেবা প্রদান করার প্রতি গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।