ডেন্টাল কলেজে ভর্তির আবেদন আজ থেকে

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

সরকারিবেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৪২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ রোববার। এ পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি; সেজন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২১ জানুয়ারি। ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। দেশের তিনটি সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫৪৫টি আসন। বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং ১৬টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সালে অথবা ২০২৪ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। প্রার্থীকে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি করল জাতীয় নাগরিক কমিটি
পরবর্তী নিবন্ধসরকার শান্তি ও সমপ্রীতি রক্ষায় সর্বোচ্চ কাজ করে যাচ্ছে