প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কথা বলবে, কারণ ডেনমার্ক এই দ্বীপ অঞ্চলটিকে রক্ষা করতে পারবে না। সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের এটা পেতেই হবে। তাদের এটা করতে হবে। ডেনমার্ক, তারা চমৎকার লোকজন হলেও তারা এটি রক্ষা করতে পারবে না। খবর বিডিনিউজের।
তিনি আরও বলেন, আমি (ডেনমার্কের) নেতাদের চিনি। তারা খুব ভালো মানুষ। কিন্তু তারা সেখানে (গ্রিনল্যান্ডে) যানও না। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাজ্যসহ ইউরোপের যে আটটি ন্যাটো মিত্র দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করছে, ফেব্রুয়ারি থেকে তাদের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা জুন নাগাদ ২৫ শতাংশে উন্নীত হতে পারে।
ট্রাম্পের আচরণকে ইউরোপের অনেক নেতা ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি শুল্ক আরোপের পদক্ষেপ ১০০ ভাগই বাস্তবায়ন করবেন। ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। সম্পদসমৃদ্ধ এই দ্বীপটি ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।










