ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেনের পর হামলার ঘটনা ঘটেছে রাজধানী কোপেনহেগেনের সড়কে। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে এক ব্যক্তি হেঁটে এসে আঘাত করেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে ঘৃণ্য কাজ বর্ণনা করে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, আমরা যা বিশ্বাস করি এবং ইউরোপে যেটির জন্য লড়াই করি, তার বিরুদ্ধের ঘটনা এটি। খবর বিডিনিউজের।
হামলার ঘটনায় হতবাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কোপেনহেগেনের কুলটোরভেটে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেনকে মারধর করেন এক ব্যক্তি, যাকে পরে গ্রেপ্তার করা হয়। ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত হয়েছেন। তবে ঘটনার বিস্তারিত বিবৃতিতে প্রকাশ করা হয়নি। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হয়নি পুলিশ। হামলার কারণ এখনো জানা যায়নি।