ডেঙ্গু : সারা দেশে ভর্তি রোগী লাখ ছুঁই ছুঁই

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৯৪ জনে। এর আগে ২০১৯ সালে সর্বাধিক ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত কিছুদিন ধরে দৈনিক যত রোগী শনাক্ত হচ্ছে, তার ধারাবাহিকতা থাকলে সোমবারই আগের রেকর্ড ভাঙবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে, তাতে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে রেকর্ড ৪৭৬ জন। নতুন রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৭৮৫ জন এবং অন্যান্য জেলায় ১৩৪৯ জন। আর মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন ঢাকার, বাকিরা বাইরের। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৫৮২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৫৩২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪০৫০ জন। খবর বিডিনিউজের।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর অগাস্টের ১৯ দিনেই ৪৮ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মাসের হিসাবে জানুয়ারিতে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন ভর্তি হয়েছেন। সারাদেশে গত জুনে যেখানে ৩৪ জনের মৃত্যু হয়েছিল, পরের মাসে সেই সংখ্যা হয় ২০৪। আর অগাস্টের ১৯ দিনে সেই সংখ্যা ছাড়িয়ে মৃত্যু হয়েছে ২২৫ জনের।

পূর্ববর্তী নিবন্ধডিসি-এসপির নম্বর ক্লোন করে টাকা দাবি, থানায় জিডি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু