রবিউল আউয়াল মাসে মানবসেবার অংশ হিসেবে ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সাবেক মেয়র এম মনজুর আলম। উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ সংলগ্ন ভবনের একটি ফ্লোরে ডেঙ্গু রোগের চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে চলবে রোগীর চিকিৎসা। এ উপলক্ষে গতকাল এক মতবিনিময় সভা করেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। মতবিনিময়ে নানা শ্রেণির পেশার মানুষ অংশ নেন। আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। মতবিনিময়ে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। মানুষের দুঃখ–কষ্ট, অভাব–অনটনে পাশে থাকা আমার ব্রত। তিনি বলেন, চিকিৎসা সেবায় আলহাজ্ব মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, মনছুরাবাদ দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিক সেন্টার, আলহাজ্ব মোস্তফা হাকিম দুঃস্থ ও বয়স্ক চিকিৎসা ভাতা, করোনা আইসোলেশন সেন্টার পরিচালনার পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হলো। মতবিনিময়ে সাংসদ মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, নেছার আহমদ, লোকমান আলী, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, মাহবুবুর রহমান, আবু ছগীর সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন। মতবিনিময় শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।