ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতার লক্ষ্যে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। গত বৃহস্পতিবার দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল আজিম, সিরাজুল হক, মোহাম্মদ ইসলাম, যুবদল নেতা মোঃ ইলিয়াস, মেহদী হাসান রুবেল, মাহবুব, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম আমিন ও ছাত্রদল নেতা অপু, দেওয়ানহাট কলেজের প্রিন্সিপাল কামরুন নাহার বেগম, সহকারী অধ্যাপক আবু ইউসুফ, মোহাম্মদ মাসুদ খান, প্রফেসর মোঃ আবুল খায়ের, প্রভাষক মিলটন চন্দ্র দাস, প্রভাষক নুরুল আজম আজাদ, প্রভাষক গোলাম কিবরিয়া। প্রেস বিজ্ঞপ্তি।