সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে লিফলেট বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। এসময় হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা এ সচেতনতামূলক প্রচারণায় সহযোগিতা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীতাকুণ্ডের বহির্বিভাগ, জরুরি বিভাগ, আন্তঃবিভাগে লিফলেট বিতরণের পাশাপাশি পৌরসভা এবং অন্যান্য স্থানে ডেঙ্গু সচেতনতা বিষয়ক মাইকিং করা হয়।
ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণকালে ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এ রোগের প্রধান লক্ষণ জ্বর। অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে মাথাব্যথা, হাড়ে ব্যথা, শরীরের অন্যান্য অঙ্গে ব্যথা, লালচে দাগ, বমি বমি ভাব, পাতলা পায়খানা ইত্যাদি। জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, সুপ ইত্যাদি খাওয়াতে হবে। জ্বর হলে অন্যান্য লক্ষণ না থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে জ্বর সেরে যাওয়ার পরবর্তী সময় খুবই ভয়ংকর, এ সময় তীব্র পেট ব্যথা ও বারবার বমি এবং পাতলা পায়খানা হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিলে তা দ্রুতই সেরে যায়। প্রেস বিজ্ঞপ্তি।