সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু রুখে দেওয়া সম্ভব। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সরকারি–বেসরকারি সেবা সংস্থাগুলোকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। স্যালাইন, প্যারাসিটামলসহ ডেঙ্গু–সংশ্লিষ্ট ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। একইসাথে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গত ১৫ সেপ্টেম্বর নগরীর ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে যুব ব্রিগেড চট্টগ্রামের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে বক্তারা উপরোক্ত কথা বলেন। যুব ব্রিগেড চট্টগ্রামের সদস্য সচিব খোকন মিয়ার সঞ্চালনায় কার্যক্রমে উপস্থিত ছিলেন রেলওয়ে চট্টগ্রাম সিজিপিওয়াইয়ের প্রধান ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক, বন্দর উত্তর আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল করিম বাবু, মহানগর ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান কামাল, যুব ব্রিগেড চট্টগ্রামের কর্মসূচি সমন্বয়ক সঞ্জয় বড়ুয়া, সদস্য রমজান খান, ফেরদৌস আল মাহমুদ, নাবিল আহমেদ, এলাকাবাসীদের মধ্যে জাফর হোসেন ডালিম, সোহাগ ফকির, মোহাম্মদ সোহেল হাসান, গোপাল দাশ, মো. মনির হোসেন ও মো. মহিউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












