ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আগে আমাদের সচেতন হতে হবে এবং পরিবারকে সচেতন করতে হবে। যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরাই আমাদের শক্তি। এই প্রাদুর্ভাব রোধে প্রত্যেক এলাকায় সচেতনতা করার মাধ্যমে তাদের ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহযোগিতায় জিইসিতে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচএম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোশারাফুল হক চৌধুরী পাভেল, ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আঁকন, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ অফিসার মো. মেহেদী হাসান, ডা. মাহামুদুল হাসান রাফি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ।
বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের কালো রাতে শহীদদের স্মরণ এবং শ্রদ্ধা জানিয়ে ট্রেজারার আবদুস সালাম চসিকের কাজে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে মেয়রকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি











