ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে : এটিএম পেয়ারুল

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা চট্টগ্রাম শিল্পকলা একাডেমির হল রুমে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ যেন গুজবে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সচেতন হলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হবে। এজন্য যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করে তুলতে হবে।

স্বপ্নযাত্রার সভাপতি সাজমীন কনিকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, এইচ এম আলী আবরাহা দুলাল, আমজাদ হোসেন হাজারী, মোহাম্মদ কামাল উদ্দিন, জাহানারা সাবের, মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী, শহীদুল ইসলাম পিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াত নেতাদের কবরে দক্ষিণ জেলা আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারী পরিদর্শনে সিআইইউ বিজনেস স্কুল টিম