ডেঙ্গু প্রতিরোধে লোহাগাড়ায় সচেতনতামূলক র‌্যালি

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইউনিয়নের মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয়ের আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন মানিক, ইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, পেয়ার মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম জানান, পুটিবিলা ইউনিয়নের এম চর হাট এলাকা ডেঙ্গু রোগের হটস্পটে পরিণত হয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির আয়োজন করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা তৈয়্যব শাহ ছিলেন মহান দ্বীনি সংস্কারক
পরবর্তী নিবন্ধপরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : দীপংকর তালুকদার