ডেঙ্গু প্রতিরোধে যৌথ উদ্যোগ নিন

সাহাদাত হোসাইন সাহেদ | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

জগত ছাড়ার অভিলাষ কারো নেই। ডেঙ্গুর বিস্তার রুখে দিচ্ছে মানবের সুখময় জীবন। ডেঙ্গুর হাত থেকে জীবন রক্ষার উদ্যোগ চাই। কোথায় সব উদ্যোগী মহল? সরকারি ও স্থানীয় পর্যায়ে চাই ফ্রিতে ডেঙ্গু টেস্ট। ইতিমধ্যে চসিক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু টেস্ট উদ্যোগের ঘোষণা জানালেন।

আমাদের দেশের বিজ্ঞ মহলের তেমন কোনো পরিকল্পনা চোখে পড়ে না। ফলে রোগের ধুম্র শিখা দেখা দিলেই শুরু হয় দৌড়ঝাপ ও ছুটাছুটি। ভুগেন দেশের আপামর জনতা। রেহায় মিলছে না ছোটো বড় কারো। প্রতি ঘরে সর্বনাশী ডেঙ্গুর বিবর্ষতা। ডোবা নালা ও সর্বোপরি বর্জ্যের স্তুপের স্থান অপরিচ্ছন্ন থাকে বলেই এডিস মশার জন্ম বৃদ্ধি পায়। হাসপাতালে গেলেই ডেঙ্গুর ভয়াবহতা চোখে পড়ে। প্রতিটি এলাকাতেও ডেঙ্গুর দুর্গম আক্রমণে রক্ষা মিলছে না। তাই প্রতিটি মহল থেকে হোক নাগরিক সুরক্ষার সুষ্ঠু স্বাস্থ্য সেবা। ফেসবুকে ছবি না ছেড়ে বরং স্থান বিশেষ চিহ্নিত করে এডিশ মশা দূরীকরণ সহ ডেঙ্গুর লাভা দূর করুন। এখন বাসায় ঘুমাতে গেলেও আঁতকে উঠি এডিস মশার উপদ্রবে। সময় এখন নির্ঘুম। সত্ত্বর ডেঙ্গু প্রতিরোধে যাবতীয় কর্ম সাধনে তৎপর হোন। জীবনের প্রয়োজনে উপকরণ বাড়ান। ডেঙ্গু প্রতিরোধে স্বস্থির সুবাতাস পেতে যৌথ উদ্যোগ নিন।

পূর্ববর্তী নিবন্ধমধ্য বয়সের প্রেম ও রঙ বদলের ভালোবাসা
পরবর্তী নিবন্ধদ্রোহের খাম