ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতে আমাদের দেশে এডিস মশার জীবাণুবাহী ডেঙ্গু রোগের আক্রমণে শত শত মানুষের জীবনহানি ঘটছে। অথচ একটু সচেতন হলে আমরা মশাবাহিত এই রোগকে প্রতিরোধ করে পারি। যেমনসিটি কর্পোরেশন ও স্থানীয় সিভিল সার্জন কর্তৃপক্ষ কীটতত্ত্ববিদ, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সেল গঠন করা, স্থানীয় পর্যায়ে জন প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এলাকার নালানর্দমা পরিষ্কার রাখতে জনগণকে সচেতনতা করা, এডিস মশার লাভার প্রজনন ক্ষেত্র বাড়ির আঙিনায় নিজ উদ্যোগে পরিষ্কারপরিচ্ছন্ন রাখা, রাষ্ট্রীয় ভাবে পত্রপত্রিকা, সেমিনারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারপ্রচারণা চালানো, সরকারিবেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। তাই আসুন, আতংকিত না হয়ে রাষ্ট্রের পাশাপাশি আমরা সকলে সচেতনতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করি এবং প্রিয়জন হারানোর কষ্টকে লাঘব করি। আল্লাহ আমাদের সহায় হোক।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড়, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমালিক : মধ্যবিত্ত পরিবারের তুমিই একমাত্র ভরসা