নগরীর ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার ক্র্যাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেকের সার্বিক নির্দেশনায় ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন করেন কাউন্সিলরের ব্যক্তিগত সচিব মো. সাইফুদ্দীন, জিএমকো সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, ওয়ার্ড সচিব মো. নেজাম, সুপার ভাইজার আবুল কালাম আজাদ, মো. মিয়া, বিপ্লব কুমার দেব, যুবলীগ নেতা আজাদ, মো. রুবেল মাসুদ প্রমুখ। কর্মসূচি উপলক্ষে কাউন্সিলর আবদুল বারেক বলেন, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু থেকে নিজে বাঁচুন ও অন্যকে বাঁচান। চসিক মেয়রের নির্দেশে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন বাড়ির নিচতলা ও ছাদ, এসির পানির ধারক, ফুলের টব, ডাবের খোসা প্রভৃতিতে পানি জমিয়ে না রাখার জন্য জনগণকে সচেতন করেন এবং এলাকায় বসবাসরত ভবন মালিক ও ভাড়াটিয়াদের ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আন্দরকিল্লা চত্বরে গতকাল শুক্রবার বিকালে পরিষদের উপদেষ্টা প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্তের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চর ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ মাকর্সবাদী চট্টগ্রাম জেলার সদস্য সচিব কমরেড শফিউদ্দিন কবির আবিদ। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী, প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মাস্টার অজিত কুমার শীল, ক্যাব চট্টগ্রাম মহানগরের সদস্য মো. জানে আলম, ছাত্রনেতা কাউসার উদ্দিন, টিভি ও বেতার শিল্পী কাজল দত্ত, কবি আসিফ ইকবাল, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশ গুপ্ত নন্তু, সৌরভ দাশ প্রমুখ। বক্তারা বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ খুব বেশি। স্বাভাবিকভাবে ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মাঝে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। বক্তারা জনসাধারণকে ডেঙ্গু মোকাবেলার জন্য সরকারের পাশাপাশি সকল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। যে কোনো মানুষ তার আশেপাশে কোনো ধরনের অপরিষ্কার ময়লা বা ডেঙ্গুর সৃষ্টির কোনো সন্দেহ প্রকাশ হলে কোনো ধরনের ভয়ভীতি না করে প্রশাসনের কাছে সরাসরি জানানোর জন্য বলেন। প্রেস বিজ্ঞপ্তি।












