ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য বেঁধে দিয়েছে সরকার। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। খবর বাসসের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য ৩০/০৬/২০২৫ইং তারিখ পর্যন্ত নিম্নোক্ত হারে নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে ডেঙ্গু পরীক্ষার মূল্যে একই হারে আগামী ৩১/১২/২০২৫ইং পর্যন্ত বর্ধিত করা হলো। ডেঙ্গু পরীক্ষার সরকারি নির্ধারিত মূল্য হল হচ্ছে (A)NS) for Dengue 50/-(B) IgG for Dengue 50/- (C) IgM for Dengue 50/-

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি আদেশে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সমূহের জন্য ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীর রোগ নির্ণয়ের নিম্নবর্ণিত টেস্ট সমূহের মূল্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিম্নোক্ত হারে নির্ধারণ করা হলো। কোনো অবস্থাতেই উক্ত নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। এতদসংক্রান্ত কোন অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসরকারি হাসপাতাল তথা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে (A) NSI for Dengue 300- (B) IgG & IgM for Dengue 300/- (C) CBC -400/-

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণের চেষ্টা
পরবর্তী নিবন্ধপিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনমতের প্রতিফলন ঘটবে