গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে গত মঙ্গলবার আতুরার ডিপো হাসেম বাজারে ডেঙ্গু প্রতিরোধ পদযাত্রা কর্মসূচি জমায়েতে সভাপতিত্ব করেন ক্যাবের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সঞ্চালনায় দিলরুবা খানম ছুটি। এতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা মাহফুজুর রহমান, গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিন্সন ভৌমিক, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি আসমা আক্তার, গণসংহতি আন্দোলনের মিজানুর রহীম চৌধুরী, হাসিনা আক্তার টুনু, সুজা উদ্দোলা বাবুল, কাজী রাজেস ইমরান, মোরশেদ আলম, মো. আইনুল আলম ডিউক, আবদুল মালেক সুমন, হাসান শহীদ রানা, মো ইলিয়াস, মাহবুবুর রহমান দূর্জয়, মীর সাকিব প্রমুখ। বক্তরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিন। ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে গণসচেতনতা সৃষ্টি করতে পাড়া মহল্লা ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন। সিটি কর্পোরেশনের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে চসিক, জেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।