ডেঙ্গু থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান

গণ অধিকার চর্চা কেন্দ্রের সভা

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার চকবাজার গুলজার মোড়ে জয় নগর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, সূযশময় চৌধুরী, মশিউর রহমান খান, হাসিনা আক্তার টুনু, হাসান মারুফ রুমি, সুজাউদ্দোলা বাবুল, কাজী রাজিশ ইমরান, সাহিদ শিসু, মিজান চৌধুরী, জানে আলম, সিঞ্চন ভৌমিক, এম নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ মাইনুল আলম, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোরশেদ আলম, এম কাইছার উদ্দীন, মীর সাকিব প্রমুখ। বক্তরা বলেন, ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোসাংগিরি ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাশেদুল হক টিপু