নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে গতকাল বুধবার ক্র্যাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। তিনি বলেন, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু থেকে নিজে বাঁচুন ও অন্যকে বাঁচান। চসিক মেয়রের নির্দেশে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন বাড়ির নিচতলা ও ছাদ, এসির পানির ধারক, ফুলের টব, ডাবের খোসা প্রভৃতিতে পানি জমিয়ে না রাখার জন্য জনগণকে সচেতন করেন এবং এলাকায় বসবাসরত ভবন মালিক ও ভাড়াটিয়াদের ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন শহীদুল হক মিন্টু, জসিম উদ্দিন, মো. নূরুন নবী, মো. তারেক সুলতান, মো. এহসান, বিপ্লব দে, ইসরুল হাসান, মো. আসমাইন, মো. আরিফ, মো. সাকিবুর রহমান, অনিক, রাশেদ, শাওন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












