ডেঙ্গু ও করোনায় আক্রান্ত ভিক্টর ব্যানার্জী

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী। গতকাল শুক্রবার তার করোনা পজিটিভ হওয়ার খবর জানা যায়। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু জ্বরেও আক্রান্ত প্রবীণ এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভিক্টর ব্যানার্জী। সুস্থ হয়ে উঠলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও করোনা সংক্রমণ ধরা পড়ে ৭৫ বছর বয়সী এই তারকার। জানা যায়, আপাতত ভিক্টর ব্যানার্জীর শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। বাড়িতেই তার চিকিৎসা চলছে। বর্তমানে লাইমলাইট থেকে দূরেই থাকেন ভিক্টর ব্যানার্জী। চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দেশটির সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মাননায় তার নাম ঘোষণা করা হয়। শিল্পকলায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধআমি সিঙ্গেল : প্রভা
পরবর্তী নিবন্ধইউক্রেনে নিরীহ মানুষকে সহায়তার অনুরোধ প্রিয়াঙ্কা চোপড়ার