বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের। এ নিয়ে চলতি মাসে সবচেয়ে বেশি ৯৯ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত এ রোগে। এর আগে একক মাসের হিসাবে সর্বোচ্চ ৮০ জনের মৃত্যু হয়েছিল অক্টোবরে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৭৬। আর তৃতীয় সর্বোচ্চ ৪১ জন ডেঙ্গুতে মারা গিয়েছিলেন জুলাইতে। এ বছর সব মিলিয়ে এ পর্যন্ত ৩৮২ জনের প্রাণ গেল ডেঙ্গুতে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪০২ জনে। তাদের মধ্যে নভেম্বরে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫৩০ জন। মাসওয়ারি ভর্তির হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। পরের দুই মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন রোগী।












