দেশে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে কমেছে; তবে বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৭৩৯ জন। এর আগের সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৪২৯ জন। অর্থাৎ, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৪ দশমিক ১৯ শতাংশ। খবর বিডিনিউজের।
তবে গেল সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃতের সংখ্যা বেড়েছে ৯ জন বা ১১ দশমিক ৩৯ শতাংশ। ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে মশাবাহিত এ রোগে মারা যান ৭৯ জন। ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সময়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২০৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ৫০০ জন ঢাকায় এবং ১৫৫৬ জন ঢাকার বাইরে। নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪৬ জনে। তাদের ৯৫ হাজার ৫৩০ ঢাকায় এবং ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের ২ জন ঢাকায় এবং ৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ বছর ১২৫৫ মানুষ মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। মৃতদের মধ্যে ঢাকায় ৭৬৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৬৭৭ জন। এর মধ্যে ঢাকায় ২১৮৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৪৮৮ জন।