ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু

চট্টগ্রামে আরও ১শ রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত ৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ নামে ওই কিশোরের মৃত্যু হয়। ১৩ বছর বয়সী ওই কিশোর নগরীর বন্দর এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কিশোরকে ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান তিনি। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৭ জনের মৃত্যু হলো চট্টগ্রামে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ জনে।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনে তরুণীর সন্তান প্রসব
পরবর্তী নিবন্ধবিশ্বের শ্রেষ্ঠতম সংবিধান প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু : স্পিকার