ডেঙ্গুতে সারাদেশে একদিনে ২০ জনের মৃত্যু

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে এ বছর এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জন। এডিস মশাবাহিত এ রোগে গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২০ জন। এখন পর্যন্ত দেশজুড়ে মৃতদের মধ্যে ঢাকায় ৭৬৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৭৯ জনের প্রাণহানি হয়েছে এ রোগে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৯৯০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ঢাকায় ৯৪ হাজার ১৯৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৪৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৪১২ জন, ঢাকার বাইরে ১৪৭৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ১৪৪ জন। এর মধ্যে ঢাকায় ২৩৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৭৭৩ জন। মাসের হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৫৮৪ জন রোগী।

এ রোগে মাসওয়ারি হিসেবে মারা গেছেন জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন ও সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৭ জনের।

পূর্ববর্তী নিবন্ধএবার আওয়ামী লীগেরও মহাযাত্রার কথা বললেন ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন