ডেঙ্গুতে শিশু ও নারীর মৃত্যু চট্টগ্রামে আক্রান্ত আরও ১২৪

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৪০ বছর বয়সী রোকেয়া বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে ডেঙ্গুতে মৃত্যু হওয়া ২ বছর বয়সী শিশু ফাহিমা আক্তার গত ১৩ সেপ্টেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।

দুইজনই গত ১৫ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উভয়েই এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম জটিলতায় ভুগছিলেন। এ নিয়ে চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

এছাড়া নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৭৭ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯০ জন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধআবহাওয়া স্বাভাবিক, ফের সাগরে যাচ্ছেন জেলেরা
পরবর্তী নিবন্ধপ্ল্যান ছাড়াই নগরীতে কয়েক হাজার ভবন