ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৮শ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৫৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৮১ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৭১৭ জন। খবর বাংলানিউজের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৪৬১ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন ঢাকায় এবং ৯ জন ঢাকার বাইরে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৫২ জন এবং ঢাকার বাইরে ২৫২ জন মারা যান।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন। এর মধ্যে ঢাকায় ৭২ হাজার ৩৮৪ জন ও ঢাকার বাইরে ৯২ হাজার ১৭৮ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪২৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৭ হাজার ৬২৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ৮৫ হাজার ৮০৪ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ৩৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১২২ রোগী হাসপাতালে ভর্তি আছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৬ শতাংশ এবং মৃত্যুর হার ০.৫ শতাংশ।












