ডেঙ্গুতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আফনান নাছির বর্ষা (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের ক্রীড়া সংগঠক ও পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের মেয়ে। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্নাতক ৩য় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া কুসুমপুরা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল কাদের হিরু জানান, আফনান পরিবারের সাথে নগরীর আগ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন। এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় নাছির উদ্দিনের মেয়ে আফনান ও ছেলে আদনান। এর মধ্যে আফনানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে ছেলে আদনান (১৭) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট ফেরির দুর্ভোগ কাটছে না
পরবর্তী নিবন্ধক্রেতা চাইলে নেই, অভিযানে মিলল ডেঙ্গুর পর্যাপ্ত স্যালাইন