ডেঙ্গু আক্রান্ত দুই শিশু ও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৬ বছর ও ৬ মাস বয়সী এই দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল এমদাদুল হোসেন (৩২) গতকাল দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জনের মৃত্যু হল চট্টগ্রামে। এর মাঝে ১৮ জনই শিশু। আর ১৭ জন নারী। বাকি ১১ জন পুরুষ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী–৬ বছর বয়সী রিয়া মনি নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১৬ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। ডেঙ্গুতে মারা যাওয়া ৬ মাস বয়সী রুবেল নামে অপর শিশুটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জ্বর হলে প্রথমে তাকে কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২২৬ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৯৭ জন।
আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ডেঙ্গুতে মৃত্যু হওয়া এমাদুল সীতাকুণ্ড উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের পশ্চিম মান্দারীটোলা গ্রামের মৃত আবু বক্কর মিন্টুর ছেলে।