ডেঙ্গুতে দেশে ১২ জনের মৃত্যু

চট্টগ্রামে নতুন আক্রান্ত ১০২

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এদিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০২ জন। এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৩ জনে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বাসস ও বাংলানিউজের।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৮ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৫ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৩৫ জন।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪৩ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ১৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৫০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকায় ও আটজন ঢাকার বাইরে মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৪৭ জন ও ঢাকার বাইরে ২৪৩ জন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৬১ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৫০৩ জন ও ঢাকার বাইরে ৯০ হাজার ৪৬২ জন। চলতি বছরের এ পর্যন্ত মোট এক লাখ ৫১ হাজার ২৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৬ হাজার ৯৪০ জন ও ঢাকার বাইরে ৮৪ হাজার ৩৪৩ জন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৮৯১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ১৬ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ৮৭৫ জন।

পূর্ববর্তী নিবন্ধকামড়ে ১০ জনকে আহত, পিটিয়ে শিয়াল মারল জনতা
পরবর্তী নিবন্ধবেঁধে দেওয়া দরে আলু বিক্রি হচ্ছে না