ডেঙ্গুতে দেশে এক দিনে আরও ৫ মৃত্যু

জুলাইয়ে প্রথম চার দিনে মারা গেলেন ১৪ জন

| বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গত এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে জুলাইয়ের প্রথম চারদিনেই ১৪ জনের মৃত্যু হল মশাবাহিত এ রোগে এবং এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯৩ জন। গত কয়েকদিন থেকে এডিসবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ার খবরের মধ্যে এদিন বছরের সর্বোচ্চ মৃত্যু ও ভর্তির খবর এল। খবর বিডিনিউজের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ৬৭৮ জন ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৪২৯ জন ঢাকায় এবং ২৪৯ জন ঢাকার বাইরের। নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৭১ জনে। একদিনে মৃত পাঁচজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৬১ জন।

এবার বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশাবাহিত এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। রোববার দেশে ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা এ বছরের সর্বোচ্চ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১,৬৬৯ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ১,১০০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৬৯ জন। মাসের হিসাবে জুনে সবচেয়ে বেশি ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন বাচ্চুসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা
পরবর্তী নিবন্ধচতুর্থবারের মতো স্থগিত হলো নগর আ. লীগের সম্মেলন