ডেঙ্গুতে দুজনের মৃত্যু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৯

মৃত্যু অর্ধশত, আক্রান্ত ৫ হাজারের ঘরে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। দুজনই সীতাকুণ্ডের বাসিন্দা। এদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ দুজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অর্ধশত (৫০) জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ২৫ জনেরই মৃত্যু হয়েছে চলতি আগস্ট মাসের ২২ দিনে।

এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, সীতাকুণ্ডের বাসিন্দা জুলেখা আক্তার (২৮) নামে এক নারীকে ২০ আগস্ট চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। একই রাতে হিরা মিয়া (১৮) নামে আরও এক তরুণ মারা গেছেন। তিনিও সীতাকুণ্ডের বাসিন্দা। তাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৬৬ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১০৭ জন।

পূর্ববর্তী নিবন্ধচবির ফি আদায়ে আধুনিক পদ্ধতি, কমবে ভোগান্তি
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান