ডেঙ্গুতে তিন মৃত্যু চট্টগ্রামে

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো তিন জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে দুজন গত রোববার এবং অপর একজনের মৃত্যু হয়েছে গত ২৯ জুলাই। তিন জনের দুজন নারী। অপর একজন পুরুষ। মোট তিনজনের মৃত্যুর তথ্য আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার মৃত্যু হওয়া দুজনের একজন ৫৫ বছর বয়সী ইদ্রিস মিয়া। রাউজান ফকির টিলা এলাকার এই বাসিন্দা নগরীর পাঁচলাইশ এলাকায় থাকতেন। গত ১১ আগস্ট ডেঙ্গু আক্রান্ত ইদ্রিস মিয়াকে নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সেখানেই তার মৃত্যু হয়।

অপর জন ৩৪ বছর বয়সী সানজিদা আখতার। নগরীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সানজিদাকে গত ৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট রাতে সেখানেই এই নারীর মৃত্যু হয়। এছাড়া গত ২৯ জুলাই ৫৩ বছর বয়সী সিতারা জাহান নামে আরেক রোগীর মৃত্যুর তথ্য গতকাল জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। রাউজানের গহিরা এলাকার ওই নারী চিকিৎসাধীন অবস্থায় সিএসসিআর হাসপাতালে মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৩৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে শিশু মারা গেছে ১৫ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ীশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৫ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৭১ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছে ১২৬ জন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের ১৭৯ নেতাকর্মীর বিচার শুরু