ডেঙ্গুতে এক রোগীর মৃত্যু চট্টগ্রামে, নতুন শনাক্ত ৯১

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। মোজাহের মাওলা নামে ৪০ বছর বয়সী ওই রোগী মঙ্গলবার রাতে বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, মোজাহের মাওলা নগরীর আকবরশাহ বিশ্বকলোনি এলাকার বাসিন্দা। মঙ্গলবার তাকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই সেখানে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৩৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে শিশু মারা গেছে ১৫ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ীশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৫ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৪৬ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছে ১২২ জন।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকে মিয়ানমারের দুই ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৫০ লিটার মদ উদ্ধারগ্রেপ্তার ১