দেশে গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১২২ জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৬৮ রোগী। একদিনে ভর্তি রোগীর এ সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে গত ৭ জুলাই ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের সবাই নারী। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। এছাড়া একজন ৩৫, একজন ৪০ এবং একজন ৫৩ বছর বয়সী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া আগস্টে ৩৯ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৫৩ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১১০ জন এবং সিলেট বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন।