দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭৩ জন রোগী। এডিস মশাবাহিত এ রোগ কেড়ে নিয়েছে আরও ১৩ জনের প্রাণ। এ বছর সব মিলিয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ২০৪ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৮ জনের। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৪৭৮ জন ঢাকার এবং ১১৯৫ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। মৃতদের মধ্যে ৮ জন ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫ জন। এ বছর সারা দেশে যত রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ৯১ হাজার ৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৪৪ হাজার ১৯৬ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২৫৩৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৭১০ জন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হন হাসপাতালে। আর অক্টোবরের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৭৯৮ জন।
জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে মারা গেছেন ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি। এরপর এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর মাসের ১২ দিনে ১৫৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।