ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এনামুল হক (৪৬) এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে আকলিমা আক্তার (৩৬) নামে এই দুই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে গত আগস্ট মাসে। জুলাই মাসে মৃত্যু হয় ১৬ জনের। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শিশুদের। মোট মৃত্যুর ২২ জনই শিশু। এছাড়া নারী ২১ জন এবং ১৫ জন পুরুষের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া আজাদীকে জানান– খুলশী এলাকার বাসিন্দা আকলিমা আক্তারকে বুধবার ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার মৃত্যু হয়। আর কুমিল্লার বাসিন্দা এনামুল হক চিকিৎসাধীন অবস্থায় বুধবার চমেক হাসপাতালে মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬২০ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১২১ জন।